সোমবার মোহাম্মদ সজীব হোসাইন কে সভাপতি ও মোহাম্মদ রিয়াজ হোসেন কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ সদস্য বিশিষ্ট বার্ষিক সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে । তাছাড়া এ কমিটির কার্যক্রম ত্বরান্বিত করতে তথা সার্বিক পরামর্শ প্রদানের জন্য ২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয় ।
কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন : সহ-সভাপতি নেয়ামুল হুদা, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম,যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম আসাদ সরকার,সহ-যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আকমল হোসেন,সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক আহসানুল ইসলাম রেজওয়ান,অর্থ সম্পাদক নেয়ামুল হুদা,সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম,প্রচার সম্পাদক আলিক আনসারী,আইটি সম্পাদক মোহাম্মদ রিয়াজ হোসেন,সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহমেদ,ভারপ্রাপ্ত নির্বাহী সদস্য সচিব হাসান রনি,সহকারী নির্বাহী সদস্য সচিব মোহাম্মদ জুয়েল রানা , উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন,উপদেষ্টা আব্দুল আলিম ।
কমিটির সভাপতি জানান, সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে প্রথমে নিজ এলাকা,বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা, রক্ত দাতাদের ডেটাবেজ সংরক্ষণ করা এবং যে কোন রোগীর প্রয়োজনে বিনা মূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাঁনো আমাদের মূল লক্ষ্য।