আস্সালামু আলাইকুম, ” সকল প্রসংশা মহান আল্লাহর

শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি সেচ্ছায় রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যকে এবং এর উদ্যোক্তা ও সভাপতি মোঃ সজীব হোসাইন ভাইকে এবং সহ-সভাপতি মোঃ নেয়ামুল হুদা ভাইকে যিনি আমাদের কে উৎসাহ ও অনুপ্রেরনা দিয়েছেন উক্ত সংগঠেনের সাথে যুক্ত হতে ও একই সাথে আমাকে সাধারন সম্পাধক হিসাবে নিবার্চিত করায় আমি সকল সদস্যর নিকট কৃতজ্ঞ । “একের রক্ত অন্যের জীবন ” এটি একটি মানব কল্যান মূলক ও মানুষের কাজে নিয়েজিত সংগঠন। এই সংগঠন মানুষকে বাচাঁতে ও আশার আলো দেখাতে সাহায্যে করে ।এই ভালো কাজে নিয়োজিত কিছু মানুষের সাথে একই ফ্রেমে আবদ্ধ হলাম ।
“ইনশাআল্লাহ ” একদিন দিক থেকে দিগন্তে ছড়িয়ে যাবে এই নাম (wearehelpful.org)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *